শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeসর্বশেষজুলাই শহিদদের কবর জিয়ারতে রায়েরবাজারে ডাকসুর নবনির্বাচিত নেতারা

জুলাই শহিদদের কবর জিয়ারতে রায়েরবাজারে ডাকসুর নবনির্বাচিত নেতারা

ক্যাম্পাস রিপোর্ট
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেতারা আজ সকালে রায়েরবাজার গণকবরে গিয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত করেছেন। এ সময় সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদেক কায়েমসহ ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এবং বিভিন্ন পদে বিজয়ীরা উপস্থিত ছিলেন।

শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নবনির্বাচিত নেতারা ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তারা বলেন, জুলাই শহিদরা দেশের গণতন্ত্র, শিক্ষার্থীর অধিকার ও সামাজিক ন্যায়ের আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। তাদের রক্তের ঋণ শিক্ষার্থীরা কোনোদিন ভুলতে পারবে না।

ভিপি সাদেক কায়েম বলেন,
“শহিদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে আমরা শক্তিশালী করতে চাই। ডাকসু আর কোনো ব্যক্তির স্বার্থে নয়, শিক্ষার্থীদের অধিকার রক্ষার মঞ্চ হিসেবে কাজ করবে। শহিদদের আদর্শই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।”

জিএস, এজিএসসহ অন্যান্য নবনির্বাচিত নেতারা বলেন, ডাকসু নির্বাচন শুধু শিক্ষার্থীদের জয় নয়, এটি গণতান্ত্রিক চেতনারও পুনর্জাগরণ। তারা অঙ্গীকার করেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং জুলাই শহিদদের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত নেতারা বলেন, শহিদদের কবর জিয়ারত করে তারা নতুন করে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments