স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।
আজ সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা। তবে ভোটগ্রহণ চলাকালেই বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় ছাত্রদলের প্যানেল।
বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ এবং ছাত্রী ৫ হাজার ৮১৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৯ জন এবং হল সংসদের ৩১৫টি পদে ৪৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট শুরুর পর থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে। কিছু কেন্দ্রে অল্প সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধও রাখা হয়। এর আগে ভোটের আগের রাতে ছাত্রদল নেতা পরিচয় দেওয়া এক সাবেক শিক্ষার্থীকে ব্যালট বাক্স বহন করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। এছাড়া আজ ভোট চলাকালেই একজনকে আটক করে প্রশাসন।



