দেবহাটার কুলিয়ায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে সোহাগ নামের এক যুবককে স্থানীয়রা গণধোলাই করেছে। পরে দেবহাটা থানায় তাকে আটক করে মামলা দায়ের করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটিতে ২৫ বছর বয়সী সোহাগ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি ইসলাম ও কোরআনের প্রতি অবমাননাকর মন্তব্য করেন। এর পর স্থানীয় আলেম ওলেমাসহ এলাকাবাসী তার বাড়িতে গিয়ে তাকে সতর্ক করেন। তবে সোহাগ তাদের সঙ্গে গালাগালি ও তর্কবিতর্কে জড়িয়ে পড়েন।
স্থানীয়রা বিষয়টি সামাজিক মাধ্যমে জানার পর দলে দলে সোহাগের বাড়িতে ভিড় জমায় এবং তাকে মারধর করে। খবর পেয়ে দেবহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহাগকে আটক করে থানায় নিয়ে আসে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।



