২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে দেখা গেছে, দেশের মোট ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
বুধবার সকাল ১০টায় ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি জানান, “ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সারাদেশে ২০২টি প্রতিষ্ঠানে একক শিক্ষার্থীও উত্তীর্ণ হয়নি, যা শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রশ্ন তোলে।”
শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এবং প্রয়োজনীয় শিক্ষক সংকট ও শিক্ষার্থীদের অনুপস্থিতি এর অন্যতম কারণ।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব প্রতিষ্ঠান শতভাগ অনুত্তীর্ণ হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৪ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।



