শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিজামায়াতবিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা ফেব্রুয়ারির নির্বাচনপ্রক্রিয়া ব্যাহত করছে: জামায়াত

বিএনপির তৈরি রাজনৈতিক অনিশ্চয়তা ফেব্রুয়ারির নির্বাচনপ্রক্রিয়া ব্যাহত করছে: জামায়াত

বরগুনা/ঢাকা, শনিবার বিকেল — জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে পরিস্থিতি তৈরি করছে, তা অনাকাঙ্ক্ষিত এবং এতে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

আজ শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, নির্বাচনকালীন মুহূর্তে এ ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা ও উত্তাপ সৃষ্টি করা দেশের জন্য ক্ষতিকর। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এমন অশুভ চক্রের চাপের কাছে সরকার বা উপদেষ্টাগণ নতি স্বীকার করলে সনদকে আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করা হতে পারে—যা তিনি কাম্য না মনে করেন।

জামায়াতের নায়েবে আমির দাবি করেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্তে ইতিপূর্বেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের ছাপ দেখা গেছে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা লন্ডন থেকে একটি অসম ও অবৈধ চুক্তি ও একটি দলের চাপের মধ্যে পড়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন”—এমন মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, নির্বাচন সংক্রান্ত মার্কা ব্যবহার বিষয়ে পূর্বের সিদ্ধান্তের সঙ্গে সাম্প্রতিক দ্বিমতের ফলে সরকার বা সংশ্লিষ্ট সংস্থা নিরপেক্ষতা হারিয়েছে।

তাহের বলেন, জামায়াত পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক দল নিজেদের প্রতীকে নির্বাচন করবে—এ সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত। ফলে গত উপদেষ্টা পরিষদে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে দলটি; তা না হলে সড়কে প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বলেন, “সংস্কার ছিল যদি উনারই প্রোডাক্ট, তিনি তা বাস্তবে রক্ষা করবেন এবং কারো চাপে ভাঁজ নেবেন না”—এমন আশা প্রকাশ করেছেন তাহের। তিনি বলেন, যদি উনি বিচ্যুত হন, তাহলে সেটা জাতির প্রতি তাঁর প্রতিশ্রুতির ব্যত্যয় হিসেবে গণ্য হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments