একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে সংস্কার নিয়ে জটিলতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, “একটি সুষ্ঠু নির্বাচনের উদ্যোগে সমস্যা তৈরি করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এটা করছে। এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসু, রাকসু, জাকসু ও চাকসু এবং ছাত্র সমাজকে বড় ভূমিকা নিতে হবে।”
আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা–২৫’-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’ স্লোগানে এ আয়োজন করে কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবির।
মোহাম্মদ তাহের বলেন, “জুলাই বিপ্লব নেতৃত্ব পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে হয়েছে। সারা দেশ তাঁদের সঙ্গে ছিল। সেই সংগ্রামই ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে ভারতে। কিন্তু এই সংগ্রাম শেষ হয়নি। তরুণদের সংগ্রাম দিয়ে বাংলাদেশের দুর্নীতিকে প্রশান্ত মহাসাগরে ফেলে দিতে হবে।”
তিনি আরও বলেন, “যে চেতনায় তরুণ ছাত্ররা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল, আগামী নির্বাচনে চার কোটি তরুণ যেন সেই ধারাবাহিকতা বজায় রাখে এবং দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য আদর্শবাদী দলগুলোকে বিজয়ী করতে ভূমিকা রাখে।”
নির্বাচনের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে তাহের বলেন, “ছোট ছোট মেসেজ, থিম ও আইডিয়া তৈরি করে তরুণদের স্পিরিটে গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে মানুষকে সংগঠিত করতে হবে। ইনশা আল্লাহ, বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, সেটাই বাংলাদেশের ভবিষ্যৎ হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর ভিপিসহ জামায়াত, শিবির ও বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।



