শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিআওয়ামিলীগডিবি অভিযান: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

ডিবি অভিযান: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানাধীন মণিপুরিপাড়া এলাকা থেকে মো. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় খিলগাঁও থানাধীন নন্দীপাড়া ব্রিজসংলগ্ন এলাকা থেকে মো. খান জাহান আলী ও রাতেই পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ।

ডিবি-সাইবার বিভাগের পৃথক দল বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদ, ডেমরা থানা এলাকা থেকে মো. টিপু সুলতান এবং লালবাগ থানা এলাকা থেকে আলিম আল তারিফকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা। পুলিশ জানায়, অভিযানের মাধ্যমে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments