প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা শুধু নির্বাচন কমিশনের কাজ নয়; রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। ভোটারদের কেন্দ্রে আনতে দলগুলোর সক্রিয় ভূমিকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে জামায়াত ইসলামী–এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে সিইসি এ মন্তব্য করেন।
বৈঠকের শুরুতেই সিইসি বলেন, “নির্বাচনের সার্বিক পরিবেশ গঠনমূলক রাখতে নির্বাচন কমিশন কাজ করবে। তবে রাজনৈতিক দলগুলোও জনগণের কাছে দায়বদ্ধ। নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে সবাইকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে।”
গত বৃহস্পতিবার, রোববার এবং সোমবার দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। নতুন দুটি দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫৫টি। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং আরও তিনটি দলের নিবন্ধন বাতিল আছে।



