সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
spot_img
Homeখেলাধুলাপূর্বাচলে ফুটবলের জন্য পৃথক স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ

পূর্বাচলে ফুটবলের জন্য পৃথক স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ

দেশের ফুটবলে নতুন জোয়ার এসেছে। জাতীয় দলের সাফল্যের সঙ্গে সমর্থকদের আগ্রহও বেড়েছে দারুণভাবে। তবে ফুটবলের উন্নয়নে সবচেয়ে বড় বাধা—নিজস্ব বা পৃথক স্টেডিয়ামের অভাব। ঘরোয়া লিগের বেশির ভাগ মাঠই অযত্নে বেহাল। এই বাস্তবতায় ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম নির্মাণে পদক্ষেপ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, পূর্বাচলে ফুটবল–নির্ভর একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাজউকের কাছে ১০০ একর জমি বরাদ্দ চাওয়া হয়েছে। জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতার সংকট ও অতিরিক্ত চাপ কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ বিষয়ে গতকাল কমলাপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “ফুটবলের জন্য আলাদা স্টেডিয়াম অবশ্যই প্রয়োজন। পূর্বাচলে আমরা পরিকল্পনা করছি। এটার প্রক্রিয়া করতে ২–৩ বছর সময় লাগে।”

ফুটবল–ভক্তদের দীর্ঘদিনের দাবি পূরণে এ উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা সংশ্লিষ্টদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments