চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নে কৃষিজমি ভরাট করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পালিয়ে যান জামায়াত নেতা জসিম উদ্দিন ও কমিশনার রেহান উদ্দিন। সোমবার দুপুরে সমুদ্র থেকে বালু তুলে প্রায় ১০০ একর কৃষি জমি ভরাটের চেষ্টা করলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শতাধিক মানুষ প্রতিরোধ গড়ে তোলে।
স্থানীয়রা জানান, প্যাসিফিক জিন্সের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীরের কেনা জমি ভরাটে জামায়াত নেতারা ড্রেজার বসাতে গিয়ে ধাওয়া খেয়ে পালান। এ সময় কয়েকজন আহত হন। কৃষকদের অভিযোগ, শীতকালীন সবজি থাকা জমিতে কোনো নোটিশ ছাড়াই বালু ভরাটের চেষ্টা করা হয়।
জেলা জামায়াত জানায়, দল এসব কর্মকাণ্ডে জড়িত নয় এবং কেউ দলীয় পরিচয় ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে।
সীতাকুণ্ড থানার ওসি বলেন, কৃষকদের বাধার খবর পাওয়া গেছে, তবে কেউ অভিযোগ করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বালু উত্তোলন ও জমি ভরাটের কোনো অনুমতি দেওয়া হয়নি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



