শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকপিটিআইয়ের ৫৯ নেতার ১০ বছর করে কারাদণ্ড

পিটিআইয়ের ৫৯ নেতার ১০ বছর করে কারাদণ্ড

ই নিউজ | প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫

সহিংসতার মামলায় পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ৫৯ নেতাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মামলায় ৩৪ জনকে খালাস দেওয়া হয়েছে। সোমবার ফয়সালাবাদের সন্ত্রাসবিরোধী আদালত এ রায় ঘোষণা করেন। খবর দ্য ডনের।

২০২৩ সালের ৯ মে দাঙ্গার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বাড়িতে হামলার ঘটনায় এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ওমর আইয়ুব, শিবলি ফারাজ, জারতাজ গুলসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা।

সেদিন পিটিআই সমর্থকরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে সামরিক স্থাপনা ও রাষ্ট্রীয় মালিকানাধীন ভবনে ভাঙচুর চালায়। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন ইমরান খান। এ ঘটনার পর দলের শীর্ষ নেতৃত্বসহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

দ্য ডন জানায়, সামনাবাদ থানায় দায়ের করা মামলায় মোট আসামি ছিলেন ১০৯ জন। এর মধ্যে ৭৫ জনকে সাজা এবং ৩৪ জনকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া শেখ রশিদ জাভেদ ও বেশ কয়েকজন পিটিআই কর্মীকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

৯ মে-র ঘটনার পর পিটিআই থেকে পদত্যাগকারী সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ও এমএনএ জয়েন কুরেশি অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।

রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নিজেকে নির্দোষ দাবি করেছেন জারতাজ গুল।

এ মাসের শুরুর দিকে লাহোরের আদালত পিটিআই নেতা ড. ইয়াসমিন রশিদ, সিনেটর ইজাজ চৌধুরী, মিয়ান মাহমুদ উর রশিদ, পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমাসহ আরও অনেককে একই মামলায় ১০ বছরের কারাদণ্ড দেন। গত সপ্তাহে ইমরান খানের ভাগনে শেরশাহ ও শাহরেজকেও গ্রেপ্তার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments