নওগাঁ, বাংলাদেশ – নওগাঁর ধামইরহাট উপজেলার চকময়রাম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী শনিবার তার কর্মজীবনের শেষ দিনে রাজকীয় বিদায় পেয়েছেন। বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাকে হাতির পিঠে করে বিদ্যালয় থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন, যা উৎসবমুখর পরিবেশে একটি অনন্য রূপ ধারণ করে।
বিদায় র্যালি ও সংবর্ধনা
বিকালে অনুষ্ঠিত এই র্যালিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, এলাকার সাধারণ মানুষ এবং সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। রাস্তার দুইপাশে ভিড় জমে প্রাক্তন প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দেখার জন্য।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী বলেন,
“জেলার পাশাপাশি সারা দেশে আমাদের বিদ্যালয়ের সুনাম রয়েছে। আমি অবসরে চলে যাচ্ছি। আমার চলে যাবার পরে আপনারা যারা বিদ্যালয়ের দায়িত্বে থাকবেন, প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন।”
কথাগুলো বলার সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
শিক্ষক জীবনের সংক্ষিপ্ত বিবরণ
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজের প্রদর্শক হারুন আল রশীদ জানান, এসএম খেলাল-ই রব্বানী ১৯৮৭ সালে সহকারী শিক্ষক হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন। ২০০১ সালে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন এবং চলতি বছরের ৬ সেপ্টেম্বর তার কর্মজীবন সমাপ্ত হয়।
তিনি আরও জানান, বিদায়ী প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রতি অত্যন্ত দায়বদ্ধ ছিলেন এবং তার নেতৃত্বে বিদ্যালয় বারবার জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
অনুষ্ঠানে উপস্থিতি
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, অ্যাকাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সম্পাদক আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আবদুল গণি মণ্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমান এবং বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
সাবেক শিক্ষার্থী মুমিনুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রধান শিক্ষকের সুস্থতা ও সফল অবসর জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান।



