শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিশিবিরছাত্রশিবিরের ‘ফিউচার সাইন্টিস্ট মিটআপ’ অনুষ্ঠিত, ভবিষ্যৎ বিজ্ঞানীদের পথপ্রদর্শনে সহায়তা নিশ্চিত

ছাত্রশিবিরের ‘ফিউচার সাইন্টিস্ট মিটআপ’ অনুষ্ঠিত, ভবিষ্যৎ বিজ্ঞানীদের পথপ্রদর্শনে সহায়তা নিশ্চিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪-এর বাছাইকৃত টিমের সদস্যদের জন্য ‘ফিউচার সাইন্টিস্ট মিটআপ’ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত আব্দুল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রশিবির তোমাদের মতো ভবিষ্যৎ বিজ্ঞানীদের জন্য বিভিন্ন গাইডলাইন, মোটিভেশন, ট্রেইনিং, ক্যাম্প এবং বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগ প্রদান করবে।

প্রধান অতিথি বলেন, বিগত সায়েন্স ফেস্টে শিক্ষার্থীদের প্রজেক্টগুলো বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। তিনি আরও যোগ করেন, দেশপ্রেমিক হিসেবে শিক্ষার্থীদের দেশের উন্নয়নে ভূমিকা রাখা প্রয়োজন, এবং দেশের সুযোগ ও সম্পদ কাজে লাগাতে হবে।

ছাত্রশিবির সভাপতি বলেন, মেধার সঙ্গে নৈতিকতার সমন্বয় অপরিহার্য। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা ও নৈতিকতার সুন্দর সমন্বয় প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের আশ্বাস দেন, ছাত্রশিবির সর্বদা এ যাত্রায় পাশে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট উপস্থাপন করেন, যেখানে প্রজেক্টের উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের উপকারে তা কীভাবে কাজে লাগবে তা তুলে ধরা হয়। পরবর্তী প্যানেল ডিসকাশনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং প্রজেক্ট সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এবং দেশের খ্যাতিমান শিক্ষক ও গবেষকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments