ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) অনেক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।
সাদিক কায়েম বলেন, ভোটকেন্দ্রের ১০০ গজের মধ্যে লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও অনেক প্রার্থী এ নিয়ম মানছেন না। ভোটের দিনেও কিছু প্রার্থী কেন্দ্রের কাছে লিফলেট বিতরণ ও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের বিজয়ী যে হোক, তা গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক হবে। ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু থাকায় শিক্ষার্থীদের উৎসাহও চোখে পড়ছে।



