ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হল ভোটকেন্দ্রে একটি বিতর্কিত ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এক ভোটারকে ভুলবশত দুটি ব্যালট দেওয়া হয়। অভিযুক্ত কর্মকর্তা হলেন অমর একুশে হলের পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী।
কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্ট সীমা আক্তার ও রাজিমুল ইসলাম জানান, একজন ভোটার শুরুতে দুটি ব্যালট পেপার পান। পরবর্তীতে তিনি উভয়টি পূরণ করে একটি ব্যালট বাক্সে ফেলে দেন এবং অপরটি টেবিলে রাখেন। পরে আরেক ভোটারের হাতে ভুলবশত সেই পূরণকৃত ব্যালট পৌঁছায়, যা প্রকাশ্যে আসে।
ঘটনার পর পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী স্বীকার করেন, “অনিচ্ছাকৃত হয়ে গেছে।”
এরপর সকাল সোয়া ১১টার দিকে কার্জন হলের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন তাকে অফিসারের দায়িত্ব থেকে প্রত্যাহার করেন। কেন্দ্র ত্যাগের সময় সাংবাদিকরা তার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।



