ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের অভিযোগ করেছেন, অনেক প্রার্থী ও ছাত্র সংগঠনের নেতাকর্মী আচরণবিধি লঙ্ঘন করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভূতত্ব ভোট কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, “অনেকে ভোটারদের টোকন দিয়ে ভোট চাচ্ছে, ফলে ভোটাররা সমস্যায় পড়ছে। নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদি কমিশন যথাযথ দায়িত্ব পালন করতেন, ভোটাররা আরও সুন্দরভাবে ভোট দিতে পারতেন। এখন নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে।”
কাদের আরও বলেন, “অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসবে কিনা তা নিয়ে আশঙ্কা ছিল, কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। ভোটাররা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন, কোনো চটকদার কথায় ভোট দেবেন না। আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী।”
প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, “ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন। এছাড়া সিনেট কেন্দ্রে ছাত্রদলের দুই প্রার্থী ভোটারদের টানাহেঁচড়ি করছেন। বিষয়টি কমিশনকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেননি। ব্যালট বাক্স স্বচ্ছ হওয়া উচিত, কিন্তু সেখানে টিনের বাক্স রাখা হয়েছে। এটি নিয়ে সন্দিহীনতা রয়েছে।”
তিনি আরও বলেন, “ভোটকেন্দ্রে ১০০ গজের মধ্যে প্রচারণা হলেও ভোটাররা প্রভাবিত হবেন না। তবে ভোটারদের টানাহেঁচড়ার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে।”



