শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeশিক্ষাজয় নিয়ে আশাবাদী উমামা, চান ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’

জয় নিয়ে আশাবাদী উমামা, চান ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা জানিয়েছেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এবং চান নির্বাচন ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ হোক।

মঙ্গলবার তিনি ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দেন। বেলা ১১টা ২০ মিনিটে ভোট কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো যেন নির্বাচন কমিশন আমলে নেয়। আমরা চাই, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।”

ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি জানান, শিক্ষার্থীদের উপস্থিতি ভালো এবং আশা করছেন, ৩০ হাজারের বেশি ভোট পড়বে।

উমামা ফাতেমা অভিযোগ করেন, পোলিং এজেন্টদের পরিবর্তন করা হয়েছে। “যেসব এজেন্টকে আমরা মেয়েদের হলে দিয়েছিলাম, তাঁদের ছেলেদের হলে দেওয়া হয়েছে। যাকে ছেলেদের হলে দিয়েছি, তাঁকে মেয়েদের হলে পাঠানো হয়েছে। প্রশাসন সকালবেলা সমাধান করবে বললেও করেনি। আমাদের সকালে এসে সরাসরি সমাধান করতে হয়েছে।”

তিনি আরও বলেন, বাদ দেওয়া পোলিং এজেন্টদের বিষয়ে জানানো উচিত। কারণ তারা ভোট গণনার সময় উপস্থিত থাকবেন এবং কোনো পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তা তারা জানাতে পারবেন।

ভোট কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে সারিতে দাঁড়াতে হচ্ছে। এছাড়া, মুঠোফোন ও ব্যাগ রাখার জায়গা নেই এবং স্যালাইন ও পানি সরবরাহও করা হয়নি বলে অভিযোগ করেন উমামা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments