শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeশিক্ষারাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী সুজন

রাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী সুজন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নিচ্ছেন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সুজন চন্দ্র জানান, শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ হলো তাদের আদর্শ ও নীতিবোধ। “ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে এগিয়ে নিয়ে যায়। দেশ ও জাতির কল্যাণে তাদের দায়বদ্ধতা আমাকে আকৃষ্ট করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের প্যানেলে যোগ্য ও মেধাবী প্রার্থীরা রয়েছেন, যাদের রয়েছে সততা, নেতৃত্বগুণ এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গি। তাদের ব্যবহার ভদ্র ও মার্জিত। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, এই প্যানেলের মাধ্যমেই ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরাও এ প্যানেলকে বেছে নেবে।”

প্যানেল থেকে নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সুজন। তিনি বলেন, “আমার প্রথম কাজ হবে শিক্ষার্থীদের কন্ঠস্বর হয়ে রাকসুতে তাদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মে সোচ্চার থাকা। ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষার্থীদের মতের প্রতিফলন আমার অন্যতম প্রধান লক্ষ্য।”

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে ইসলামী ছাত্রশিবির রাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন। প্যানেলের নাম রাখা হয়েছে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। এতে তিনজন নারী প্রার্থী, একজন সনাতন ধর্মালম্বী, জিএস পদে সাবেক সমন্বয়ক, একজন সাংবাদিকসহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments