বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও ১৩ দফা নির্দেশনা প্রকাশ করেছে। ঢাকা কেন্দ্রের ১৮৪ কেন্দ্রে আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯:৩০ টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা তাদের রেজিস্ট্রেশন নম্বর ও প্রবেশপত্র মনোযোগ দিয়ে পরীক্ষা করবেন, এবং প্রশ্নপত্র ও উত্তরপত্রের সেট নম্বর মিলিয়ে নিশ্চিত করতে হবে। কোনো অনিয়ম ধরা পড়লে প্রার্থীর পরীক্ষা বাতিল এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পিএসসি ১৩ দফা নির্দেশনার মধ্যে উল্লেখ করেছে যে, পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস, গহনা ও ব্যাগ নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা হলে প্রবেশের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের তত্ত্বাবধানে পরীক্ষা হবে।
পরীক্ষার্থীদের ২০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুই ঘণ্টা সময় দেওয়া হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কর্তন করা হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক এবং অতিরিক্ত সময়ের ব্যবস্থা রাখা হয়েছে। শ্রুতিলেখক নিয়োগের ক্ষেত্রে কমিশন মনোনীত ব্যতীত অন্য কেউ অংশ নিতে পারবেন না। দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের জন্য প্রতি ঘণ্টার পরীক্ষায় ১০ মিনিট, অন্যান্য প্রতিবন্ধীর জন্য প্রতি ঘণ্টার পরীক্ষায় ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
৪৯তম বিসিএসের (বিশেষ) এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে আগামী ২৬ অক্টোবর থেকে। সুনির্দিষ্ট তারিখ ও সময় পিএসসির ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।



