জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। এ উপলক্ষে দলের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা, কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ গঠন করা হবে।
দলীয় সূত্র জানায়, বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শূরা তিন সদস্যের একটি প্যানেল চূড়ান্ত করেছে। আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে এসব নির্বাচনি কার্যক্রম সম্পন্ন হবে। গঠনতন্ত্র অনুযায়ী রুকনদের গোপন ভোটে আমির নির্বাচিত হবেন।
তবে নতুন আমির নির্বাচনের প্যানেলে কারা আছেন তা এখনও প্রকাশ করা হয়নি। রুকনদের কাছে ব্যালট পাঠানোর সময় তা জানানো হবে। দলীয় সূত্র বলছে, বর্তমান আমির ডা. শফিকুর রহমান তৃতীয় মেয়াদে দায়িত্ব পেতে পারেন।
অন্যদিকে, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সদ্য মুক্তি পাওয়া নেতা এটিএম আজহারুল ইসলামের নামও আলোচনায় আছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “দলের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন শুরু হয়েছে। নির্বাচিত প্যানেল ও ব্যালট জেলা ও মহানগর পর্যায়ে পাঠানো হবে।”
দলীয় নেতারা জানান, এবারকার নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী, আসন সমঝোতা ও রাজনৈতিক কৌশল নির্ধারণে নতুন নেতৃত্বই ভূমিকা রাখবে।
ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথমবার এবং ২০২২ সালে দ্বিতীয়বার আমির নির্বাচিত হন। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনা করে গেছেন। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে এবং সরকার পরিবর্তনের পর দলের কার্যক্রমে তাঁর নেতৃত্ব বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
সূত্র মতে, এবারের নির্বাচনি প্রক্রিয়া পূর্বের তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও উৎসবমুখরভাবে সম্পন্ন হবে। নতুন নেতৃত্বের মেয়াদ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে।



