শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিজামায়াতনির্বাচনী সংস্কারের প্রস্তাব নিয়ে ইসিতে জামায়াত আলোচনায় প্রবাসীদের ভোট, গণভোট ও পিআর...

নির্বাচনী সংস্কারের প্রস্তাব নিয়ে ইসিতে জামায়াত আলোচনায় প্রবাসীদের ভোট, গণভোট ও পিআর পদ্ধতি

নির্বাচনী ব্যবস্থা সংস্কারের একগুচ্ছ প্রস্তাবনা নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার, ১৩ অক্টোবর, দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দলের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বৈঠকে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া সহজীকরণ, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোটের বিধান পুনরায় চালু এবং নির্বাচন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়। ডা. তাহেরের সঙ্গে প্রতিনিধি দলে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের সাংবাদিকদের জানান, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কমিশন তাদের প্রস্তাবনাগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে তারা আশাবাদী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments