শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিকিছু রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের ফাঁদে পড়েছে: শামীম হায়দার পাটোয়ারী

কিছু রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের ফাঁদে পড়েছে: শামীম হায়দার পাটোয়ারী

রংপুর, শনিবার ─ জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্য কমিশনে যোগ দিয়ে একধরনের ফাঁদে পড়েছে। তবে তিনি কোন দলগুলো এই ফাঁদে পড়েছে, তা স্পষ্ট করে বলেননি।

আজ শনিবার বিকেলে রংপুর শহরের সেন্ট্রাল রোডে জাপা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “কিছু রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে গিয়ে বা সনদে স্বাক্ষর করে এখন বলছে, তারা প্রতারিত হয়েছে। কেউ কেউ বলছে, ঐকমত্য কমিশন প্রতারণা করেছে। অথচ আমরা এমন সংস্কার চাইনি।”

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ঐক্য গঠনে ব্যর্থ হয়েছে। ৫৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলকে বাদ দেওয়া হয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যেও মতবিরোধ রয়েছে। কেউ সম্পূর্ণ অংশ নিয়েছে, কেউ আবার দ্বিমত জানিয়েছে।

জাপা মহাসচিব আরও বলেন, বর্তমান প্রশাসনিক কাঠামো বিএনপি, জামায়াত ও এনসিপির প্রভাবাধীন। “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, কারণ সরকার তখনও ক্ষমতায় থেকে নির্বাচন করেছে। বর্তমানে প্রশাসন বিএনপি ও জামায়াতের পরামর্শে গঠিত হয়েছে, তাদের সঙ্গে এনসিপিও যুক্ত আছে। এই প্রশাসনিক কাঠামোর অধীনে অন্য কোনো দল সুষ্ঠু ভোট আশা করতে পারে না,” বলেন তিনি।

গণভোটের দাবিকে নজিরবিহীন উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নেই। সংসদে পাস হওয়ার আগে এই দাবি বাস্তবায়ন হলে সেটি সংবিধানবিরোধী হবে। ঐকমত্য কমিশন নির্বাচিত নয়, সংসদও নয়। তাই সংসদকে এড়িয়ে কোনো আইন পাস করা যাবে না।”

এ সময় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, রংপুর জেলা আহ্বায়ক আজমল হোসেন, সদস্যসচিব হাজী আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামানসহ দলীয় নেতারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments