দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পুলিশের হামলার প্রতিবাদে রোববার সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ জানিয়েছেন, কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারে অবস্থানও থাকবে।
শিক্ষকদের কলম সমর্পণ কর্মসূচি শনিবার বিকেলে পুলিশের বাধার কারণে ব্যর্থ হয়েছে। পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে। আন্দোলনকারীদের অভিযোগ, শাহবাগে পুলিশের এ হামলায় অনেক শিক্ষক আহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করা হয়েছে।
শিক্ষকরা দাবি করছেন—দশম গ্রেডে বেতন বাস্তবায়ন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা হোক। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ মোর্চার অধীনে চারটি শিক্ষক সংগঠন এ আন্দোলন চালাচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৭ এবং এখানে কর্মরত শিক্ষক ৩,৮৪,০০০ জন। আন্দোলনকালে সরকার দাবি মেনে না গেলে শিক্ষকরা আগামী সপ্তাহে আরও কঠোর কর্মসূচি ও আমরণ অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন।



