গাজীপুরের কাশিমপুর কারাগারের এক বন্দী ঢামেক হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। মৃত ব্যক্তির নাম মুরাদ হোসেন (৬৫)—তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর ছিলেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, হাসপাতালে আনার সময়ই তাঁর কোনো সাড়া–শব্দ ছিল না। পরীক্ষা করে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাগার–সংশ্লিষ্ট সূত্র বলছে, মুরাদ হোসেন হাজতি হিসেবে কাশিমপুর কারাগারে ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা চলমান রয়েছে।



