বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে বারবার সাম্প্রদায়িক উসকানি, বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর দেবালয় আক্রমণ ও ভাঙচুরসহ নানা অপ্রীতিকর সাজানো ঘটনা সংঘটিত হয়েছে। তাদের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর।
শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। গতকাল বুধবার বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বাণী প্রকাশ করা হয়।
বাণীতে মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী। এ উপলক্ষে তিনি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।
তিনি আরও বলেন, দুর্গাপূজার মূল বাণী হচ্ছে অশুভের ওপর শুভের জয়। দেবী দুর্গা শক্তি ও সাহসের প্রতীক। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে অন্তর্ভুক্ত করে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে সাম্প্রদায়িক উসকানির ঘটনা ঘটেছে। তবে অশুভ চক্রের চক্রান্ত ঠেকাতে দেশের মানুষ পূজামণ্ডপে পাহারা দিচ্ছে, যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে।
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। উৎসব কোনো বৃত্তে আবদ্ধ নয়, এটি সব মানুষকে এক করে। “আমরা সবাই বাংলাদেশি—এটাই আমাদের একমাত্র পরিচয়।”



