আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন অনুসমর্থন করতে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে—পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য (কনভেনশন ১৫৫), কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়ন (কনভেনশন ১৮৭) এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ (কনভেনশন ১৯০)।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, এ উদ্যোগের ফলে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং কর্মক্ষেত্রে হয়রানি কমবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
আগামী কিছু দিনের মধ্যেই শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন কনভেনশনগুলোতে সই করবেন। পরে সুইজারল্যান্ডের জেনেভায় আইএলওর মহাপরিচালকের কাছে অনুসমর্থনের প্রমাণপত্র জমা দেওয়া হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে অধিকারভিত্তিক সংগঠন ব্লাস্ট। তবে পোশাক খাতের মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, অস্থির সময়ে এ সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ভারত এখনো কনভেনশন ১৯০ অনুসমর্থন করেনি।
শ্রম বিশেষজ্ঞদের মতে, কনভেনশনগুলো অনুসমর্থন করলে শ্রমিকদের অধিকার সুরক্ষিত হবে, মালিকদেরও দায়বদ্ধতা বাড়বে এবং শিল্প খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।



