শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকগাজার যুদ্ধবিরতি প্রস্তাব পরিবর্তন, সৌদি ও আরব দেশগুলো ক্ষুব্ধ

গাজার যুদ্ধবিরতি প্রস্তাব পরিবর্তন, সৌদি ও আরব দেশগুলো ক্ষুব্ধ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সন্তুষ্ট হলেও সৌদি আরব ও অন্যান্য আরব দেশ ক্ষুব্ধ হয়েছে।

মিডেল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে নেতানিয়াহু গাজার যুদ্ধবিরতি প্রস্তাবে বড় ধরনের পরিবর্তন এনেছেন। এই পরিবর্তনের ফলে প্রাথমিকভাবে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে সমন্বয় করে তৈরি খসড়া থেকে অনেক কিছু ভিন্ন হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো ইসরাইলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের শর্ত। নেতানিয়াহু সেনা প্রত্যাহারের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছেন এবং নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি।

আরব আলোচকরা বলেন, প্রথমে এটি ছিল একটি যৌথ প্রচেষ্টা, কিন্তু এখন এটি ইসরাইলের জন্য কেবল নিজের নিরাপত্তার একটি টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ কারণে সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কাতারসহ অন্যান্য দেশ এই প্রস্তাবে ক্ষুব্ধ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments