শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeআন্তর্জাতিকপ্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন তালেবান মন্ত্রী

প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন তালেবান মন্ত্রী

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভ্রমণ নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটি। এর ফলে তিনি আগামী ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে প্রথমবারের মতো ভারত সফর করবেন বলে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এটি হবে তাদের কোনো জ্যেষ্ঠ নেতার প্রথম ভারত সফর। নয়াদিল্লি এ সফরকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে। তালেবানের বেশ কয়েকজন শীর্ষ নেতার মতো মুত্তাকিও জাতিসংঘ আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় রয়েছেন, তবে কূটনৈতিক প্রয়োজনে মাঝে মাঝে ছাড় দেওয়া হয়ে থাকে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সফরের বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করলেও জানান, ইতোমধ্যে আফগান প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে গত ৩১ আগস্ট ভারত জরুরি সহায়তা পাঠিয়েছিল।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জিয়া আহমেদ তাকাল জানিয়েছেন, সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য, শুকনো ফলের রপ্তানি, স্বাস্থ্য খাত, কনস্যুলার পরিষেবা ও বন্দর ব্যবহার নিয়ে আলোচনা হবে। তবে নয়াদিল্লি সফরের আগে মন্ত্রী মুত্তাকি রাশিয়ায় যাবেন এবং সেখানে রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান, ভারত ও মধ্য এশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আফগান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments