বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একত্রিত হওয়াকে তিনি ষড়যন্ত্র হিসেবে দেখেন। তিনি এই মন্তব্য করেন একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে।
নিলোফার মনি বলেন, “যারা দীর্ঘদিন বিএনপির সঙ্গে আন্দোলন করেছে, তারা হঠাৎ চোখপাল্টি দিয়ে স্বপ্ন দেখছে যে রাষ্ট্র পরিচালনা করবে। তবে এটি বাস্তবতার সঙ্গে মেলে না।”
তিনি আরও বলেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত ভিন্নতা রয়েছে। “কেউ মাজারকে সম্মান করে, কেউ ধ্বংসের পক্ষে। অথচ এই বিধ্বংসী দলগুলো হঠাৎ এক হয়ে গেছে। এ এক হওয়ায় অবশ্যই কোনো না কোনো ষড়যন্ত্র আছে,” বলেন তিনি।
নিলোফার মনি বলেন, “যেখানে একজন আরেকজনের ছায়া কেটে ফেলে, সেখানে দলগুলোর এক হওয়ার মধ্যে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে। যদি এটি রাষ্ট্রের মঙ্গলের জন্য হতো, আমি কোনো আপত্তি রাখতাম না।”
দেশের রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, “একটি রাষ্ট্র দীর্ঘদিন চরম অসুস্থ অবস্থায় ছিল। এখন এটি নির্বাচনের পথে হাঁটছে। কিন্তু একসঙ্গে অভ্যুত্থানরত কিছু মানুষ ও দলগুলোর মধ্যে এখন আকাশ-পাতাল ব্যবধান তৈরি হয়েছে।”
মনি আরও সতর্ক করেছেন, দেশের স্বার্থ ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার কোনো প্রক্রিয়া বা ষড়যন্ত্র হলে তার বিরোধিতা করা প্রয়োজন।



