শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
spot_img
Homeরাজনীতিবিএনপিধর্মীয় বিভাজন নয়, সমন্বয়ের রাজনীতি চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ধর্মীয় বিভাজন নয়, সমন্বয়ের রাজনীতি চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপিকে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন বিএনপি চায়নি, চায় না। সামনেও এ ধরনের রাজনীতি করবে না। এ দেশে সব ধর্ম, বর্ণ, গোত্র, ভাষাভাষী ও সংস্কৃতিকে সমন্বয় করে রাজনীতি করে বিএনপি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে এখন নির্বাচনী আমেজ চলছে। প্রার্থী, সম্ভাব্য প্রার্থী ও জনগণ সবাই জনসংযোগে আছেন। এ অবস্থায় যদি কোনো দল বিভ্রান্তি সৃষ্টি করে বা নির্বাচন অনুষ্ঠানে বাধা দেয়, তবে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। তবে কেউ কেউ ষড়যন্ত্র করে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে, যেখানে আন্তর্জাতিক মহলও জড়িত থাকতে পারে।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে বিএনপির এই নেতা বলেন, এই পদ্ধতিতে কোনো স্থায়ী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না। সংসদ ঝুলে থাকে এবং রাজনৈতিক অস্থিরতা স্থায়ী আকার ধারণ করে। তাঁর ভাষায়, “পিআর মানে আমরা বুঝি পাবলিক রিলেশনস, মানে জনসংযোগ। সেই পিআরে আমরা বিশ্বাস করি। কিন্তু যারা প্রোপোশনাল রিপ্রেজেন্টেটিভ বোঝায়, তারা মূলত পার্মানেন্ট রেস্টলেসনেস চায়।”

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যদি ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কেই ধারণা না রাখেন, তবে ৭০ শতাংশ মানুষ কীভাবে এ ব্যবস্থার পক্ষে মত দিতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments